How to Solve Facebook Profile has some issues: ফেসবুকের এই সমস্যার সহজ সমাধান

How to Solve Facebook Profile has some
How to Solve Facebook Profile has some issues: বর্তমান সময়ে আমরা অনেকেই ফেসবুকের জন্য কনটেন্ট ক্রিয়েট করি। এবং ফেসবুকে সেগুলি পোস্ট করে কিছু টাকা আয় করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন profile has some issues এছাড়া আরো বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় ফলে আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে কোন রকমের ইনকাম করতে পারিনা। আর ফেসবুকের এই সমস্ত প্রবলেম গুলি কেন হয় এবং এর সমাধান কি তা আমরা আজকের এখান থেকে জানার চেষ্টা করব। 


Facebook Monetization problem solve in Bangla

প্রথমে বুঝতে হবে আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইল এমন সমস্যার সম্মুখীন কেন হতে হচ্ছে। মূলত ফেসবুকের শর্ত অনুযায়ী কাজ না করায় ফেসবুক এই ধরনের পানিশমেন্ট দিয়ে থাকে। আর যখনই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের এই ধরনের কোন সমস্যা হবে সেটি কিন্তু অটোমেটিক সলভ হবে না। এটি আপনাকে সলভ করতে হবে। এটি যদি সল্ভ না করেন আপনার ফেসবুক থেকে আপনি এক টাকাও আয় করতে পারবেন না। তাই প্রথমত এটি সলভ করা জানতে হবে। 



Facebook Monetization Guide Bangla 

চলুন এখন জেনে নেওয়া যাক ফেসবুকের এই সব ধরনের সমস্যার সমাধান কিভাবে করা যায়। 

সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যত গুলো কনটেন্ট আমরা পাবলিশ করেছি। সেটি ফটো হোক কিংবা ভিডিও কিংবা হতে পারে কোন টেক্সট বা স্টোরি। প্রথমত সেগুলি আমরা সুন্দরভাবে একটু রিভিউ করে দেখব যে এতে কোন রকমের কোন কপিরাইট মিশ্রিত আছে কিনা। 
যদি কোন রকমের কপিরাইট কনটেন্ট ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে থাকে তো এটি কোন রকম ভাবে আপনি সমাধান করতে পারবেন না যতক্ষণ না আপনি সেই কনটেন্টটি ডিলিট করবেন।

ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের প্রতিটা কনটেন্ট খুবই সুক্ষভাবে চেক করবেন এবং রিভিউ করবেন। যদি কোন রকমের কপিরাইট বা ফেসবুকের পলিসি violation করে সে রকম কোনো কন্টেন্ট যদি থাকে সেটি সাথে সাথে ডিলিট করতে হবে। 


How to Solve Facebook monetization problem in Bangla

নিজের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি খুবই ভালোভাবে চেক করার পর যেটি করতে হবে। ফেসবুক টিমের কাছে একটি আবেদনপত্র জমা দিতে হবে। এতে করে ফেসবুক টিম আপনার পেজ কিংবা প্রোফাইল কি ভালোভাবে রিভিউ করবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তিন থেকে ছয় দিনের মধ্যে। ফেসবুকের সমস্যা সমাধান হয়ে যাবে। 

ফেসবুক টিমের কাছে আবেদন পত্রটি জমা দিতে হলে আমাদেরকে প্রথমত একটি সুন্দরভাবে আবেদন পত্র লিখতে হবে আর এটি অনেকেই জানেনা। 

তাই আমরা চাইলে ChatGPT ব্যবহার করতে পারি এবং এটির মাধ্যমে আমরা একটি সুন্দরভাবে আবেদন পত্র লিখে নিতে পারি। 

সর্বপ্রথম আপনার ফেসবুকের ড্যাশবোর্ডে চলে যাবেন। এবং সেখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। এবং তারপর যেটি করবেন আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের url টা copy করে নেবেন। এবং সেই কপি করা url টি ফোনের একটি নট পেটে নোট করবেন। 

তারপর চলে যাবেন সরাসরি chat GPT তে এবং আপনার ফেসবুকের স্ক্রিনশটটি সেখানে আপলোড করবেন। তারপর বাংলায় আপনি টেক্সট লিখবেন। এমনভাবে লিখবেন যে ফেসবুক টিমের কাছে আমি একটি আবেদন পত্র জমা দিতে চাই এই সমস্যাটির জন্য তুমি আমাকে একটি আবেদন পত্র লিখে দাও। 

তারপর দেখবেন chat GPT আপনার জন্য সুন্দরভাবে একটি আবেদন পত্র লিখতে থাকবে এবং সেখান থেকে চাইলে বাংলা কিংবা ইংরেজি ভাষায় আপনি আবেদন পত্রটি লিখিয়ে নিতে পারেন। 

তারপর যেটি করবেন সেখান থেকে আবেদন পত্রটি copy করে নেবেন। এবং ফোনের নোটপ্যাড ওপেন করে ঠিক সেই জায়গায় পেস্ট করবেন যেখানে আপনার ফেসবুক url টি রেখেছেন। 

এখন ফেসবুক url সহ সমস্ত আবেদন পত্রটি কপি করবেন এবং চলে যাবেন সরাসরি ফেসবুকে। 

তারপর ফেসবুক help and support ক্লিক করবেন তারপর ‌ report a problem অপশনটিতে ক্লিক করবেন। তারপর continue to report a problem অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার যদি পেয় যায় পেজ সিলেক্ট করবেন কিংবা প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করবেন। 

তারপর স্ক্রিনশট সহ সমস্ত আবেদন পত্রটি সেখানে পেস্ট করবেন। এবং Send আইকনটিতে ক্লিক করে একটি সেন্ড করে দেবেন। 

ব্যাস এখন আপনার কাজ শেষ এখন আপনি সর্বোচ্চ ৩ থেকে ৬ দিন দেরি করেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। 


মনে রাখবেন ফেসবুকে যখন কোন কনটেন্ট পাবলিশ করবেন সেটি ভালোভাবে রি চেকিং করবেন। যদি কোন রকমের হার্মফুল এবং কপিরাইট হয়ে থাকে। সেটি পাবলিশ করবেন না এতে করে আপনার পেজ কিংবা প্রোফাইলের উপরে খারাপ ইফেক্ট পড়বে। 

ধন্যবাদ সাথে থাকার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ