Male to Female Voice Changer Apps আমরা অনেকেই মজার ছলে কিংবা কনটেন্ট ক্রিয়েটের জন্য বা হতে পারে বন্ধু-বান্ধবের সাথে মজা করার জন্য। নিজেদের কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাই। অনেক ছেলেরা চায় মেয়ে কন্ঠে ফোনে কথা বলতে। এবং অনেক মেয়েরাও চায় ছেলে কন্ঠে ফোনে কথা বলতে। এবং বন্ধুদের সাথে মজা করতে। তাই আজকের আমরা জেনে নেব। যে কিভাবে ছেলে হয়ে মেয়ের কন্ঠে ফোনে কথা বলতে পারেন এবং বন্ধুদের সাথে মজা করতে পারেন। তবে মনে রাখবেন এটি শুধুমাত্র মজা করার জন্য। কোন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তবে চলেন বিস্তারিত জেনে নেয়া যাক।
How to Change Calling Voice Male to Female
মনে রাখবেন নিজের কন্ঠ পরিবর্তন করে ফোনে কথা বলার জন্য। অনেক অ্যাপস প্লে স্টোরে পাওয়া যাবে। এর মধ্যে থেকে সঠিক অ্যাপসটাই আমাদেরকে খুঁজে নিতে হবে। এখানে একটা অ্যাপসের কথা বলা হবে যেটির মাধ্যমে নিজের কন্ঠ পরিবর্তন করে ছেলে হয়ে মেয়ের কন্ঠে কিংবা মেয়ে হয়েছিল এর কন্ঠে ফোনে কথা বলতে পারেন এবং বন্ধুদের সাথে মজা করতে পারেন।
Voice Changer Apps During Call Male to Female
এখানে যে অ্যাপসটির কথা বলা হচ্ছে সেই অ্যাপসটির নাম Direct Call Voice Changer এটি লিখে সরাসরি প্লে স্টোরে সার্চ করতে পারেন অ্যাপসটি সামনে দেখা যাবে। এবং খুব সহজেই ইন্সটল করে নিতে পারেন। এছাড়া এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড বাটনে ক্লিক করে। মনে রাখবেন অ্যাপসটি কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইফোনে দুটোতেই কাজ করবে।
Best Voice Changer Apps During Call Bangla
অ্যাপসটি ফোনে ইন্সটল করার পর মোবাইল ফোনে ওপেন করে নেবেন। এবং নিচের দিকে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে Voice Call অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর দুটো ডেমো দেখা যাবে। প্রথমটা হল ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলার জন্য। এবং দ্বিতীয় টা হল মেয়ে হয়ে ছেলের কন্ঠে ফোনে কথা বলার জন্য। এখান থেকে আপনার মনোনীত অপশনটিতে ক্লিক করে দেবেন।
Famale Voice Changer Apps During Call
তারপর সরাসরি সেই ব্যক্তির নাম্বার ডায়াল করতে হবে যাকে আপনি কল দিতে চান। অবশ্যই মনে রাখবেন কল দেওয়ার আগে প্রথমত দেশটি সিলেক্ট করতে হবে ওপরে একটি আরো আইকন থাকবে সেখানে ক্লিক করলে বিশ্বের সমস্ত দেশ দেখা যাবে আপনার কাঙ্খিত দেশটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি সরাসরি নাম্বার ডায়াল করে কল দিতে পারেন।
Girl Voice Changer Apps Male to Female
অবশ্যই মনে রাখবেন এই অ্যাপসটি কিন্তু ফ্রি নয়। এখানে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। ওখানে কিছু প্লান শো করবে সেই প্রাণ মোতাবিক আপনি একটি প্রাণ বেচে নিতে পারেন। এবং আপনি অনলাইনের মাধ্যমে রিচার্জ করে নিতে পারেন যেহেতু অ্যাপসটি ফ্রি নয়।
New Voice Changer Apps Male to Female
এই অ্যাপসটিতে কন্ঠ পরিবর্তন করে কথা বলার জন্য। সামান্য কিছু রিচার্জ করতে হয়। যেমন আমরা মোবাইল ফোনে রিচার্জ করে থাকি। ঠিক তেমনি অ্যাপসটি কোম্পানি কিছু সাবস্ক্রিপশন প্ল্যান দিয়ে রেখেছে সেখান থেকে একটি প্ল্যান আপনাকে ক্রয় করতে হবে। কোন একটা প্ল্যান যদি ক্রয় করে নেন এখানে অনেকগুলো এক্সট্রা সুবিধা পাওয়া যাবে।
Best Calling Voice Changer Apps Male to Female
যেমন এই অ্যাপসটির কোন একটা প্ল্যান ক্রয় করলে অ্যাপস টি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকমের এড শো করবে না। এছাড়া যাকে কল দিয়ে মেয়ের কন্ঠে কিংবা ছেলের কন্ঠে কথা বলতে চাইবেন সেই ভয়েসটি সম্পূর্ণরূপে ক্লিয়ার বোঝা যাবে। এছাড়া কাস্টমার সাপোর্ট ২৪ ঘন্টা পাবেন।
তবে অবশ্যই কোন প্লান ক্রয় করার আগে ভালো-মন্দ যাচাই করে নেবেন।
শেষ কথা
মনে রাখবেন ছেলে হয়ে মেয়ের কন্ঠে কিংবা মেয়ে হয়েছিল কণ্ঠের ফোনে কথা বলতে গিয়ে এটি কোন রকমের খারাপ কাজে ব্যবহার করবেন না। শুধুমাত্র মজা করার জন্য কিংবা বন্ধুদের সাথে প্রাঙ্ক করার জন্য ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ।


0 মন্তব্যসমূহ