How to Convert 4g to 5g All Android Mobile: 4G মোবাইল ফোন 5G করে নিন

 

How to Convert 4g to 5g All Android Mobile
How to Convert 4g to 5g All Android Mobile: একটা সময় ছিল যখন আমরা 3G মোবাইল ফোন ব্যবহার করতাম। এবং তাতে ইন্টারনেট খুবই স্লো কাজ করতো। তারপর ধীরে ধীরে 4G স্মার্টফোন মার্কেটে এলো। তখন 3G ফোন গুলোর ভ্যালু প্রায় কমে যায় তারপর ধীরে ধীরে সেগুলি পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রত্যেকের হাতে ছিল একটি করে 4g স্মার্ট ফোন। এবং হিউজ পরিমাণে ইন্টারনেট পাওয়া যেত। 


তারপর লঞ্চ হলো 5G স্মার্ট ফোন। মূলত মানুষের চাহিদা অনুযায়ী। মোবাইল ফোন কোম্পানিগুলো অনেকটা এডভান্স এবং অত্যাধুনিক করে তুলছে। তাইতো সবাই চাইছে তাদের হাতে যেন একটি করে 5G স্মার্টফোন। কারণ এতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। এছাড়া ইন্টারনেট খুবই দ্রুত গতিতে কাজ করে। 


তাই যাদের হাতে 4G স্মার্টফোন রয়েছে তারা সবাই চায় একটি করে 5g স্মার্ট ফোন নিতে। কেননা এটাতে আনলিমিটেড ইন্টারনেট এবং খুবই দ্রুত গতিতে ইন্টারনেট স্পিড সুবিধা পাওয়া যায়। কিন্তু 5g স্মার্ট ফোনগুলির দাম কিছুটা বেশি হওয়ার কারণে সবাই নিতে পারে না। এছাড়া অনেকের হাতে বিভিন্ন দামি 4g স্মার্টফোন রয়েছে। ফলে অনেকের মনে আশা জাগতে পারে যে আমাদের এই সমস্ত। 4G স্মার্ট ফোনগুলি যদি 5g তে কনভার্ট করা যেত কতই না ভালো হতো। 


তাই আজকের আমরা এখান থেকে জেনে নেব। যেকোনো 4g স্মার্ট ফোনকে কিভাবে 5g তে কনভার্ট করা যায়।


4g to 5g Convert any Android Mobile Phone 

যেকোনো 4g স্মার্টফোনকে 5g তে কনভার্ট করতে হলে বেশ কিছু শর্ত এবং কিছু টিপস অবলম্বন করতে হবে।


যে কোন কোম্পানির 4g স্মার্ট ফোন হোক না কেন সেটি আপনি 5g তে কনভার্ট করতে পারেন। তবে এর জন্য বিশেষ কিছু টিপস অবলম্বন করতে হবে। যেগুলি প্র্যাকটিক্যালি আপনার 4g স্মার্টফোনটিতে ট্রাই করতে হবে। 


প্রথমে আপনার মোবাইল ফোনের Google PlayStore ওপেন করে নিতে হবে। এবং সেখানে একটি অ্যাপ খোঁজ করতে হবে অ্যাপটির নাম মেনশন করা হলো LTE+5G এটি লিখে প্লেস্টোরে সার্চ করতে হবে। এবং তারপর এই অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে হবে। 


তারপর যেটি করতে হবে। আপনার 4g স্মার্টফোনে সেই অ্যাপসটি ওপেন করতে হবে। এবং ওখানে বেশ কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে। 4g+5g অপশনটি সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে এই অ্যাপসটি অনেক অনেক 4g স্মার্টফোনগুলিতে কাজ নাও করতে পারে। তবে বেশিরভাগ ফোনগুলিতে কাজ করে। 


যদি এই অ্যাপসটি আপনার 4g মোবাইল ফোনে কাজ না করে। তবে চিন্তার কোন কারণ নেই। এটি কম্পিউটার সফটওয়্যার এর মাধ্যমে করা যাবে। 


কাছাকাছি যে কোন কম্পিউটার সফটওয়্যার এক্সপার্ট খোঁজ করবেন। এবং তার সাহায্যে কিন্তু আপনার হাতে থাকা 4g স্মার্টফোনটি 5g তে কনভার্ট করতে পারবেন। 


এখানে যে অ্যাপসটির কথা বলা হয়েছে এটি অবশ্যই প্রথমত ট্রাই করবেন। যদি না হয় তাহলে যে কোন কম্পিউটার সফটওয়্যার এক্সপার্ট এর সাথে যোগাযোগ করবেন। 


তাতেও যদি কাজ না হয়। চাইলে যে কোন 5G সিম কার্ড ব্যবহার করতে পারেন। এতে হাইস্প আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। খুব সহজেই আপনার 4g স্মার্টফোনটিতে 5g সুবিধা উপভোগ করতে পারেন। 


ধন্যবাদ সাথে থাকার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ