Free Call Apps With Fake Number: পরিচয় গোপন রেখে কল করুন

 

Free Call Apps With Fake Number
Free Call Apps With Fake Number: বর্তমান সময়ে আমরা এখন প্রত্যেকে মোবাইল ব্যবহার করি। এবং আমাদের অনেক আত্মীয়-স্বজন। এবং বন্ধুবান্ধ অনেকের সাথে ফোনে আলাপ করে থাকি। তবে ফোনে কথা বলার জন্য আমাদের মোবাইল ফোনে পর্যাপ্ত ব্যালেন্স মেইনটেইন করে রাখতে হয়। তা না হলে কথা বলতে পারিনা। 


আবার দেখা যায়। আমাদের অনেক প্রিয় জন যেমন বন্ধু-বান্ধব।  বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের মোবাইল নাম্বার ব্লক, কিংবা blacklist, করে দেয়। দেখা যায় তারপরে আমরা কোন রকমের কল দিতে পারি না। তবে আজকের আমরা এমন একটা বিষয় জানবো। যেটা জানার পর আপনার প্রিয়জন যদি আপনার নাম্বারটি ব্লক কিংবা ব্ল্যাকলিস্ট করে দেয়। তারপরেও আপনি তাকে কল দিতে পারেন। এবং কল দিয়ে তাকে রীতিমত অবাক করে দিতে পারেন। 


আরো একটি মজার ব্যাপার হলো। যাকে আপনি কল দেবেন তার মোবাইল ফোনে আপনার নাম্বারটি কোন রকম ভাবে শো করবে না। আপনার নাম্বারের পরিবর্তে অন্য সব ভিন্ন কোয়ালিটির নাম্বার শো করবে। যেটি দেখার পর রীতিমতো সে অবাক হতে বাধ্য হবে। 


এবং পরে যদি জানতে পারে। কলটি আপনি দিয়েছিলেন আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে। যে আপনি কোন সিম কার্ড ব্যবহার করছেন। 

খুবই একটি মজার কাজ আমরা এখান থেকে শিখতে চলেছি। 



Free Online Call Apps With Fake Number

নিজের পরিচয় গোপন রেখে যেকোনো ব্যক্তিকে কল দেওয়ার জন্য। কিংবা আপনার নাম্বারটি ব্লক করে দেওয়া ব্যক্তিকে কল দেওয়ার জন্য। অবশ্যই আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। 



অ্যাপসটি যেভাবে মোবাইল ফোনে ডাউনলোড করবেন 

অ্যাপসটি ফোনে ডাউনলোড কিংবা ইন্সটল করার জন্য। প্রথমত ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। 


তারপর সার্চ করতে হবে Just Call Global এটি লিখে সার্চ করার পর। অ্যাপটি সামনে শো করবে। এবং অ্যাপসটি ফোনে ইন্সটল করে নিতে হবে। এছাড়া অ্যাপস টি সরাসরি এখান থেকে ডাউনলোড করা যাবে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করবেন। 


তারপর অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবেন। এবং কিছু পারমিশন চাইবে অবশ্যই পারমিশন গুলো এলাও করতে হবে। 


তারপর অ্যাপসটির মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে পারবেন। এবং অ্যাপসটির মধ্যে কল বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে খুব সহজেই যেকোনো নাম্বার ডায়াল করতে পারেন। অথবা সরাসরি কন্টাক্ট লিস্ট থেকে যেকোনো কন্টাক্ট নাম্বারে কল দিতে পারেন। 


মনে রাখবেন এই অ্যাপসটির মাধ্যমে যদি কল করেন। সেক্ষেত্রে আপনার পরিচয় গোপন থাকবে। কারণ যাকে কল দেবেন তার মোবাইল ফোনে আপনার নাম্বারটি কোন রকম ভাবে শো করবে না। আপনার নাম্বারে পরিবর্তে অন্য সব ভিন্ন কোয়ালিটি নাম্বার শো করবে। 


এবং আপনার নাম্বারটি যদি কেউ ব্লক করে থাকে। খুব সহজেই আপনি তাকে কল দিতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। 


 শেষ কথা 

মনে রাখবেন এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এতে কোন রকমের রিচার্জ করা লাগে না। তবে এই আজটিতে কথা বলার জন্য। সামান্য কিছু ক্যাডিট এর প্রয়োজন হয়। যেটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন। 


এই অ্যাপসটিতে ফ্রি ক্যাডিটের সুবিধা দেয়া থাকে। অ্যাপসটি ওপেন করে একটু দেখে নেবেন। 


                                   Apps Dawnload

                                   App Download Now

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ