How to Monetize YouTube Channel & Earn Money: ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করুন

 

How to Monetize YouTube Channel & Earn
How to Monetize YouTube Channel & Earn Money:‌ বর্তমান সময়ে আমরা এখন প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি, এবং ইউটিউবের মতো বড়ো ভিডিও প্ল্যাটফর্মে আমরা অনেকেই বেশিরভাগ সময় নষ্ট করে থাকে। কারণ ইউটিউব হলো বিশ্বের সবচেয়ে বড় একটি ভিডিও প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের কনটেন্ট দেখা যায়। 


আচ্ছা আপনি কি জানেন, ইউটিউব থেকে প্রতি মাসে একটি মোটা অংকের টাকা হয় করা যায়। আর জানেন না বলেই আপনি সারাক্ষণ youtube এ নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছেন, আজকের আমরা জানবো যে ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করা যায়। 


প্রথমে শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। এবং তারপরে শিখব কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করা যায়,

youtube চ্যানেল থেকে টাকা আয় করার জন্য কোন রকমের ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন হয় না, হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে সব কাজ করা যাবে,


How to Create YouTube Channel & Earn Money 

একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে অবশ্যই একটি জিমেইল একাউন্টের প্রয়োজন হবে, এখন তো প্রত্যেকটি মোবাইল ফোনে একটি করে gmail অ্যাকাউন্ট থাকবেই মাস্ট, যদি না থাকে একটি ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট, তৈরি করে নেবেন। 


চলুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যক, সর্বপ্রথম চলে যাবেন google ক্রমে। এবং গুগল ক্রোম ওপেন করে, youtube.com লিখে সার্চ করতে হবে। এবং ইউটিউব অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, তারপর আপনার একটি জিমেইল একাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। তারপর দেখা যাবে Create My Channel এখানে ক্লিক করে, আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন মূলত যে নামটি আপনি ভেবে রেখেছেন। কারণ একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য অবশ্যই একটি নাম ভেবে রাখা উচিত। এবং সেই নামটি আপনার কাজ অনুযায়ী হতে হবে। এতে করে আপনার কনটেন্ট, ইউটিউবে খুব দ্রুত Rank করবে।  


How to Earn Money from YouTube Channel 

এখন আপনার ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করতে হবে, তবে মনে রাখবেন আপনি যেটি ভালো পারবেন, সেই রিলেটেড কনটেন্ট তৈরি করার চেষ্টা করবেন। কারণ এখানে প্রতিদিন বা সপ্তাহে একটি করে কনটেন্ট আপলোড দিতে হবে। তাই যেটি করতে আপনার সহজ মনে হয় সেটি নিয়ে কাজ করি। 

বেশ কিছু কাজের কথা এখানে বলা হয়েছে। 

• নিউজ কন্টেন্ট

• ফানি ভিডিও কন্টেন্ট

• রেসিপি ভিডিও কন্টেন্ট 

• মোবাইল টিপস কনটেন্ট

• প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট 

• ট্রাভেল ভিডিও কনটেন্ট 


এছাড়া আরো অন্যান অনেক ধরনের কনটেন্ট রয়েছে। যেগুলি করে ইউটিউবে নিজেকে গ্রহ করা যায়। এবং প্রতি মাসে মোটা অংকের টাকা আয় করা যায় 


Make Money on YouTube Bangla Trips 

মনে রাখবেন ইউটিউবে কোন রকমের, কপিরাইট কনটেন্ট আপলোড করা যাবে না। সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে, ইউটিউব কোন কপিরাইট কনটেন্ট কে প্রমোট করে না, এবং কোন রকমের ইনকাম দেয় না। 

তাই সম্পূর্ণ নিজস্ব কন্ঠের তৈরি করে ইউটিউবে আপলোড দিতে হবে। 

এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি যোগ্য করে তুলতে হবে। যেমন কোন রকমের কপিরাইট ছাড়া নিখুঁত কণ, এবং ১ হাজার সাবস্ক্রাইবার, এবং ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম। থাকতে হবে, আর এগুলি তখনি কমপ্লিট হবে, যখন আপনার কোন একটি ভিডিও ইউটিউবে Rank করবে। 


ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য, অবশ্যই google এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং সেখানে কিছু ডকুমেন্টস ভেরিফাই করতে হবে, মূলত ইউটিউব থেকে যে ইনকামটা পাবেন সেটি গুগল এডসেন্স দিয়ে থাকে। 

কিকিভাবে একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে হয়, সেটি শেখার জন্য, ইউটিউবে সার্চ করতে পারেন অনেক ভিডিওতে প্রাকটিক্যালি দেখানো হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ