How to Make Facebook Page Earn Money in Mobile Phone: বর্তমান এই ডিজিটাল যুগে, আমরা প্রত্যেকেই এখন ফেসবুক ব্যবহার করে থাকি। এবং ফেসবুকের বিভিন্ন প্রকারের ভিডিও এবং পোস্ট দেখতে দেখতে আমাদের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। এবং আমরা মনে করি, যে ফেসবুক শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু না আজকের যুগে ফেসবুক শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং ফেসবুক লাখো মানুষের রোজগার করার একটি বড় প্ল্যাটফর্ম।
facebook এমন একটি social-প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রতি মাসে হিউজ পরিমাণে টাকা আয় করছে, লাখ লাখ কনটেন্ট creators, শুধু আপনিই পারছেন না, তার কারণ আপনি সারাক্ষণ ফেসবুকের মধ্যে বিভিন্ন প্রকারের ভিডিও এবং পোস্টে রিয়েকশন দিতে থাকেন ফলে আপনি কখনো ভেবে দেখেননি যে ফেসবুক একটি ইনকাম সোর্স হতে পারে আপনার জন্য।
তাই আজকের আমরা জানবো, যে কিভাবে একটি ফেসবুক পেজ, কিংবা প্রোফাইল, বানিয়ে টাকা আয় করা যায়। এবং প্রতি মাসে এই ইনকাম টি কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে থাকব।
প্রথমেই বলেদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে ইনকাম করার জন্য, কোন রকমের ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন হয় না। আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে শুরু সম্ভব।
এছাড়া ফেসবুক পেজ কিংবা প্রোফাইল বানিয়ে টাকা আয় করার জন্য, কোন রকমের হাইফাই কোয়ালিফাইড হওয়া লাগে না। কম শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখান থেকে ইনকাম করা সম্ভব।
How to Create Facebook Page & Profile
একটি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল, বানানোর আগে অবশ্যই আমাদের ভেবে নেয়া উচিত। আমরা ঠিক কোন বিষয়ে কাজ করব। এবং সেই অনুযায়ী ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের একটি নাম নির্ধারণ করতে হবে।
একটি নতুন এবং ফ্রেস facebook page বানানোর জন্য অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ প্রোফাইল থাকতে হবে। এবং সেই ফেসবুক অ্যাকাউন্ট কিংবা প্রোফাইলটি সম্পূর্ণ ফ্রেশ হতে হবে।
চলুন আমরা এখন একটি ফেসবুক পেজ তৈরি করা শিখি
একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমত আপনার ফেসবুক অ্যাকাউন্ট, লগইন করে নিতে হবে। এবং সেই ফেসবুকে একাউন্ট টি আপনার নিজস্ব হতে হবে।
তারপর চলে যাবেন ফেসবুকের সেটিংস এ, সেখানে গেলে দেখা যাবে create page ওই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনার পেজের একটি ইউনিক নাম দিতে হবে, তারপর আপনার কাজ অনুযায়ী কিছু ডেসক্রিপশন লিখে দিতে হবে। এবং একটি সুন্দর লোগো, এবং আপনার কনটেন্ট অনুযায়ী একটি সুন্দর ব্যানার সেট করে দিতে হবে। ব্যাস এই তো হয়ে গেল আমাদের একটি ফ্রেশ ফেসবুক পেজ।
এখন আমাদের একটাই চ্যালেঞ্জ, সেটি হল আমাদের এই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি, সম্পূর্ণ ইনকাম করার যোগ্য করে তুলতে হবে। এবং তার জন্য আমাদেরকে প্রতিদিন একটি করে নিত্য নতুন কনটেন্ট আপলোড দিতে হবে। এবং এটি সম্পূর্ণ আপনার নিজস্ব তৈরি করা কন্টেন্ট হতে হবে। ফেসবুক কোন কপিরাইট কনটেন্ট কে প্রমোট করে না। এবং আপনিও কোন কপিরাইট কনটেন্ট আপলোড দিয়ে, ফেসবুক থেকে কোন টাকা আয় করতে পারবেন না।
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য অবশ্যই আপনার নিজস্ব কনটেন্ট আপলোড দিতে হবে। এবং ফেসবুকের পলিসি মেনে কাজ করতে হবে। যেমন কোন রকমের দুর্ঘটনা, বা হ্যাকিং, রিলেটেড কনটেন্ট দেয়া যাবে না।
এখন প্রশ্ন আপনি ফেসবুকে কোন কোন ক্যাটাগরির ওপরে কাজ করতে পারেন, ফেসবুকে কাজ করে সফল হওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগিরি এখানে দেয়া হলো।
• Agriculture related
• News related
• Cooking and recipe related
• Product review related
• Travel and tour related
• Finance and education related
এই কনটেন্ট গুলির মধ্যে যদি কোন একটি, বেছে নিতে পারেন। এবং সেটির উপরে কাজ করতে পারেন ফেসবুকে অবশ্যই আপনি সফল হবেন। এবং আপনার একটি ব্রান্ড তৈরি হতে থাকবে। এবং একটা সময় আপনি হিউজ পরিমাণে টাকা আয় করতে পারবেন।
Facebook Income Guide In Bangla
ফেসবুক থেকে প্রতিমাসে টাকা উপার্জন করার জন্য প্রতিদিন অথবা সপ্তাহে দুইটি কন্টেন্ট অবশ্যই আপলোড দিতে হবে। এবং সেগুলি সম্পূর্ণ নিজস্ব কন্টিনেন্ট হতে হবে, এছাড়া ফেসবুক থেকে আয় করার জন্য। চেষ্টা ধৈর্য এবং পরিশ্রম এগুলি অবশ্যই থাকতে হবে। কারণ ফেসবুক থেকে টাকা আয় করার সফলতা আসতে একটু দেরি হতে পারে। তাই ধৈর্য রেখে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং একটা সময় আপনি ফেসবুক থেকে অনেক পরিমান টাকা আয় করতে পারবেন।


0 মন্তব্যসমূহ