Facebook User New Update Launch : ফেসবুকে এলো নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

 

Facebook User New Update Launch
Facebook User New Update Launch: ফেসবুকে এলো নতুন নিকনেম ফিচার: গ্রুপে পরিচয় গোপন রাখার আরও উন্নত সুযোগ

মেটা সম্প্রতি ফেসবুক গ্রুপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক নতুন ফিচার—“নিকনেম”। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আসল নাম প্রকাশ না করে গ্রুপে নির্দিষ্ট একটি ছদ্মনাম ব্যবহার করে পোস্ট দিতে, মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে পারবেন। আগে যেখানে শুধু অ্যানোনিমাস পোস্ট করার সুবিধা ছিল, সেখানে নতুন এই ফিচার ব্যবহারকারীদের ধারাবাহিক পরিচিতি তৈরির সুযোগ করে দেবে।



কেন চালু হলো নিকনেম ফিচার?

মেটার মতে, অনেক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য গোপন রেখে বিভিন্ন গ্রুপে যুক্ত হতে চান। বিশেষ করে সেনসিটিভ বা ব্যক্তিগত ধরনের গ্রুপে পরিচয় গোপন রেখে মতামত দেওয়া ব্যবহারকারীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে।

নতুন নিকনেম ব্যবস্থায় গ্রুপের সাধারণ সদস্যরা ব্যবহারকারীর আসল নাম বা প্রোফাইল ছবি দেখতে পাবেন না। তবে প্রয়োজনবোধে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম আসল তথ্য দেখতে পারবে।



নিকনেম ব্যবহারে যেসব সুবিধা পাবেন

ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ড দিয়ে নিকনেম প্রোফাইল সাজাতে পারবেন।


• পোস্ট দেওয়ার সময় ‘Anonymous Post’-এর পাশাপাশি নতুন ‘Nickname’ অপশন দেখা যাবে।


• নিকনেম যে কোনো সময় চালু বা বন্ধ করা যাবে।


• নাম পরিবর্তন করা যাবে, তবে দুই দিনের ব্যবধান রাখতে হবে।


• নিকনেম আপডেট করলে আগের সব পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন স্বয়ংক্রিয়ভাবে নতুন নামে আপডেট হবে।


• একাধিক গ্রুপে ভিন্ন ভিন্ন নিকনেম ব্যবহার করলে নাম পরিবর্তনের প্রভাব শুধু সেই নির্দিষ্ট গ্রুপেই প্রযোজ্য হবে।


গ্রুপ সদস্যরা আপনার নিকনেমের আগের পোস্ট, মন্তব্য এবং গত ৭ দিনের প্রতিক্রিয়া দেখতে পারবেন, তবে আপনার আসল পরিচয় সম্পূর্ণ গোপনই থাকবে।



নিকনেম ব্যবহারের নিয়ম ও শর্ত

মেটা জানিয়েছে যে—


শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরা চাইলে তাদের গ্রুপে নিকনেম ফিচার সক্রিয় করতে পারবেন।


নিকনেম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসারে হতে হবে।


একই গ্রুপে একই নিকনেম দুই ব্যক্তি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ প্রতিটি নিকনেম হবে ইউনিক। 



গ্রুপে যোগাযোগ আরও ব্যক্তিগত ও নিরাপদ 

ফেসবুকের এই নতুন নিকনেম ফিচার ব্যবহারকারীদের জন্য একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করবে, অন্যদিকে গ্রুপে নিয়মিত যোগাযোগও আরও সহজ করে তুলবে। ফলে কেউ চাইলে পরিচয় প্রকাশ না করেও নিজের মতামত, অভিজ্ঞতা বা প্রশ্ন নিয়ে সক্রিয়ভাবে গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন। মূলত এই জন্যই ফেসবুক এই অসাধারণ ব্যবহারযোগ্য, ফিচারটি লঞ্চ করতে চলেছে। 

ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ