Nokia 5G New Smartphone Launch date: যদি আপনিও কম দামে 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ খুশির খবর, Nokia খুবই কম দামে একটি 5g স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এই প্রথম নোকিয়া নিয়ে আসছে সবচেয়ে কম দামে 5G স্মার্টফোন।
আসুন জেনে নেয়া যাক। ফোনটির বৈশিষ্ট্য, এর লঞ্চের তারিখ এবং এর দাম। সাম্প্রতিক ফাঁসের উপর ভিত্তি করে।
Nokia Smartphone Review in Bangla
Nokia N73 5G-তে 90Hz রিফ্রেশ রেট, 180x1920 পিক্সেল রেজুলেশন, একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং 7100 প্রসেসর সহ একটি 5.7-ইঞ্চ পাঞ্চ-হোল ডিসপ্লে দেয়া হয়েছে। এছাড়া এই ফোনটির কিছু অন্যতম বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই নোকিয়া ফোনটির কালার এবং বিল্ড কোয়ালিটি খুবই অসাধারণ এবং চমৎকার লুক।
Nokia 5G Smartphone ব্যাটারি
Nokia N73 5G ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি অনেকটা বেশি। 6000mAh অন্য ফোনের তুলনায় একটা বেশি। নকিয়া মোবাইল ফোনগুলির ব্যাটারি দিকগুলি খুবই শুক্ষভাবে দিয়ে থাকে, এছাড়া মার্কেটে যতগুলো Nokia 5G স্মার্টফোন লঞ্চ করেছে, তার সব গুলি বাজার গরম করে ফেলছে। এবং নোকিয়া ফোন দাম কম হওয়ার কারণে অনেক মধ্যবিত্ত বিলং করা মানুষজন ক্রয় করতে পারছে।
Nokia স্মার্টফোনগুলি যেমন কম দামে পাওয়া যায়, ঠিক তেমন কোয়ালিটি মেন্টেন করে থাকে।
এটাই হল nokia কোম্পানির উন্নতমানের একটি বৈশিষ্ট্য বলতে পারেন। যেটি অন্য কোন স্মার্টফোনগুলিতে খুবই কম দেখা যায়। তাইতো নোকিয়া স্মার্টফোনগুলি ভারতের বাজারের অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে।
Nokia N73 Camera feature
নোকিয়ার এই ফোনটিতে ক্যামেরা সেটাপে 200MP AI প্রধান ক্যামেরা, একটি 12MP আল্ট্রা-অ্যাঙ্গেল এবং একটি 5MP ডেপথ সেন্সর রয়েছে। একটি 32NP ফ্রন্ট ক্যামেরা ও রয়েছে। এই ফোনটি খুবই সহজেই HD ছবি, ভিডিও রেকর্ডিংস এবং 20x জুম পর্যন্ত ধারণ করতে সক্ষম। আরে এটাই হলো নোকিয়া স্মার্টফোন গুলির খুবই অসাধারণ একটি বৈশিষ্ট্য।
নোকিয়ার এই নতুন স্মার্টফোনটি তে ক্যামেরা কোয়ালিটি এবং ব্যাটারি ক্যাপাসিটি, দুটোতেই খুবই ভালো ফোকাস রেখেছে।
Nokia N73 5G Smartphone Price in Bangladesh India
Nokia N73 5G মোবাইলটি ₹4999 থেকে ₹5999 এর মধ্যে লঞ্চ করতে পারে, তবে আপনি যদি প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যম ফলো করেন কিংবা Nokia অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন, তাহলে আকর্ষণীয় অফারে একটু কম দামে নিতে পারবেন।
যদিও অফিসিয়ালি এখনও কোন সঠিক দাম এনাউন্স করেনি। মূলত এটি আনুমানিক ধরে নেয়া হয়েছে। তবে নিশ্চিন্তায় থাকতে পারেন নোকিয়া স্মার্টফোনগুলি, বাজারে খুবই কম দামে লঞ্চ করে থাকে। নোকিয়ার এই স্মার্টফোনটি ভারত এবং বাংলাদেশ। একসাথে লঞ্চ করার খুবই সম্ভাবনা রয়েছে।
নোকিয়ার এই লেটেস্ট স্মার্টফোনটি যখনই লঞ্চ করবে তখন অবশ্যই এই সাইটে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন।


0 মন্তব্যসমূহ