How to Start YouTube Channel And Earn Money- বর্তমান সময়ে ইউটিউব হলো সবচেয়ে বড় একটি ভিডিও প্লাটফর্ম, যেখানে প্রতিদিন লাখেরও বেশি কন্টেন্ট আপলোড দেওয়া হয়। এবং কোটি কোটি মানুষ কিন্তু ইউটিউবে সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। কেউ যদি মনে করে ইউটিউব শুধুমাত্র একটি ভিডিও প্লাটফর্ম, তবে সেটা তার ভুল ধারণা। কারণ ইউটিউব বর্তমান সময়ে বহু মানুষের অর্থ উপার্জন করার বহুৎ বড় একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে।
ইউটিউবের জন্য যারা কনটেন্ট তৈরি করে, অর্থাৎ ইউটিউবে যারা ভিডিও আপলোড দেয়। মূলত তাদেরকে বলা হয় ইউটুব কন্টেন্ট ক্রিকেটার। যদি এক একটা ইউটিউব কনটেন্ট ক্রিকেটারের মাসিক ইনকাম ধরা হয়। সরকারি চাকরিজীবী ব্যক্তির থেকেও বেশি ইনকাম ইউটিউব থেকে করে থাকে। এবং ইউটিউব থেকে ইনকাম করা টাকা প্রতি মাসে তাদের কাঙ্খিত ব্যাংক একাউন্টে আসতে থাকে।
How to Earn Money from YouTube Channel
আজকের আমরা জানবো যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এবং কিভাবে সেই চ্যানেলটিতে কাজ করে। প্রতিমাসে অনেক টাকা উপার্জন করা যায়।
মনে রাখতে হবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে, কোন রকমের ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন হবে না। হাতে থাকা নরমাল স্মার্টফোনটির সাহায্যে কাজ করা যাবে।
এছাড়া ইউটিউব চ্যানেল তৈরি করে প্রতি মাসে টাকা আয় করার জন্য, বেশি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে।
যদি দেখা যায় বর্তমান যে সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিকেটার রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারের, শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি নয়, তারপরেও আজকের তারা ইউটিউবে সফল, শুধুমাত্র চেষ্টা এবং ধৈর্য কে কাজে লাগিয়ে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা সম্ভব। এবং সেটাই তারা প্রমাণ করেছে।
How to Create YouTube Channel 2025
এখন জেনে নেব কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে মূলত, একটি ফ্রেশ জিমেল account তৈরি করে নিতে হবে।
তারপর ইউটিউব অফিশিয়াল অ্যাপ কিংবা ওয়েবসাইট, ভিজিট করে জিমেইলটি দিয়ে লগইন করলে, একটি নতুন এবং ফ্রেশ চ্যানেল তৈরি করার অপশন পাওয়া যাবে।
তারপর ইউটিউব চ্যানেলের জন্য, সুন্দর একটি লোগো, এবং একটি ব্যানার, তৈরি করে নিতে হবে। লগো এবং ব্যানারটি সম্পূর্ণ আপনার কনটেন্ট অনুযায়ী করতে হবে।
তারপর একটি নিস সিলেক্ট করতে হবে। এবং সেই অনুযায়ী প্রতিদিন একটি করে কনটেন্ট তৈরি করতে হবে। প্রতিদিন কনটেন্ট যদি দিতে না পারেন সপ্তাহিক একটা কনটেন্ট দিতে হবে।
ইউটিউবে বেশি কনটেন্ট দেওয়ার, চেয়ে সপ্তাহিক একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট দেয়াটাই উত্তম। এতে করে আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। এবং হিউজ পরিমাণে টাকা আয় করতে পারবেন।
এখন প্রশ্ন ইউটিউবে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে পারেন। এখানে বেশ কয়েকটি কাজের লিস্ট দেয়া হয়েছে এগুলির মধ্যে কোন একটি কাজ চালু করতে পারেন।
• Comedy Video
• Mobile Review Video
• Products Review Video
• Tech Releted Video
• Gaming Video
• Mobile tricks and Tips Video
• News Video
• Traveling Video
• Cooking and Recipe Video
• Education Video
• Art design Video
এছাড়া আরো অন্যান্য ইউনিক টপিক রয়েছে যেগুলি দিয়ে শুরু করতে পারেন।
মূলত এখানে যে কাজ গুলির কথা বলা হয়েছে। এগুলি সম্পূর্ণ, youtube trending tropic সব সময় ইউটিউবে খুবই দ্রুত গতিতে ভাইরাল হতে থাকে। এবং এগুলি নিয়ে যদি আপনি কাজ করেন আপনি খুবই শীঘ্রই ইউটিউব থেকে ইনকাম করা শুরু করতে পারেন।
How to Make Money From YouTube Channel
এখন প্রশ্ন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করব। এবং টাকাটা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাব।
যখন আপনার ইউটিউব চ্যানেলের কোন একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে। তখন আপনার চ্যানেলটি সম্পূর্ণ ইনকাম করার যোগ্য হয়ে উঠবে।
তারপর আপনি google এডসেন্স একাউন্ট তৈরি করতে পারেন। মূলত youtube থেকে যে ইনকাম গুলি আছে সেগুলি গুগল এডসেন্স দিয়ে থাকে।
এডসেন্সের বিষয়ে বিস্তারিত জানতে youtube এ সার্চ করতে পারেন। এবং সেখান থেকে দেখে সবকিছু খুব সহজেই করতে পারবেন।


0 মন্তব্যসমূহ