তাই আমরা আজকের জানব যে ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়। এবং ফেসবুক থেকে আয় করতে গেলে মূলত কোন কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোন কোন নিয়ম মেনে চলতে হবে।
How to Make Money From Facebook
ফেসবুকে নিজের ক্যারিয়ার গড়তে বেশি কোয়ালিফিকেশন হওয়া লাগবে না। ঠিক একই রকম কোন কম্পিউটারের কিংবা ল্যাপটপের প্রয়োজন হবে না। হাতে থাকা নরমাল স্মার্টফোন দিয়ে আপনি ফেসবুকে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
ফেসবুক থেকে টাকা আয় করতে হলে মূলত যেটি লাগে। সেটি হলো আপনার মধ্যে থাকা ন্যাচারাল ট্যালেন্ট। যেটি প্রতিটা মানুষের মধ্যে কম বেশি পাওয়া যায় কিংবা দেখা যায়। সেটি হতে পারে কেউ ভালো গান গাইতে পারে। কিংবা কেউ ভালো হাসাতে পারে। কিংবা কেউ কোন বিষয়ে জ্ঞান অথবা নলেজ দিতে পারে। এছাড়া আরো বিভিন্ন বিষয় যেগুলি মানুষ পারে। মূলত এই ধরনের ট্যালেন্ট প্রতিটা মানুষের মধ্যেই থাকে আর এই ট্যালেন্ট গুলো কাজে লাগিয়ে যদি আপনি ফেসবুকের মাধ্যমে নিজেকে গ্রো করতে পারেন। একটা সময় ফেসবুক আপনাকে প্রতিমাসে হিউজ পরিমাণে টাকা দিতে থাকবে। যেটি হয়তো আপনি কখনো কল্পনাও করেননি।
How to Start Earning Money From Facebook
ফেসবুকে যেভাবে কাজ শুরু করা যায়। ফেসবুকে কাজ শুরু করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ফেসবুকে কোন কাজটা ভালো করতে পারবেন। সেটি হতে পারে কোন কমেডি কিংবা। কোন এডুকেশনাল পারপাস এ ছাড়া অন্যান্য কোন বিষয় হতে পারে প্রথমত টপিক নির্ধারণ করে নিতে হবে।
এবং তারপর ফেসবুকে একটি পেজ কিংবা প্রোফাইল তৈরি করতে হবে যেটি সচারাচর প্রত্যেকের করা থাকে। তাই সেই পেজ কিংবা প্রোফাইলটি সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। যেমন পেজ কিংবা প্রোফাইলের একটি লোগো এবং ব্যানার কাজ অনুযায়ী সেট করা।
তারপর সেই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটি সুস্থ রাখা। যেমন আপনার facebook পেজ কিংবা প্রোফাইলে কোন রকমের harmful এবং violation থাকবে না। তার জন্য সম্পূর্ণ নিজস্ব তৈরি করা কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড দিতে হবে। যেটির মালিকানা শুধুমাত্র আপনি থাকবেন। কোন রকমের কপিরাইট কনটেন্ট ফেসবুক অ্যাকসেপ্ট করে না।
How to Earn Money From Facebook
এখন জেনে নেওয়া যাক যে ফেসবুকে প্রতিদিন কয়টা করে কনটেন্ট আপলোড দিতে হবে। এর উত্তর হবে আপনি প্রতিদিন ফেসবুকে একটি করে কনটেন্ট আপলোড দিতে পারেন। অথবা দুই দিনে একটি দিতে পারেন। কিংবা আপনি চাইলে সপ্তাহে একটি করে কনটেন্ট আপলোড দিতে পারেন।
অবশ্যই ধিধান রাখবেন ফেসবুকে কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে টাইম মেইনটেইন করতে হয়। যেমন আপনি যদি আজকের বিকাল ৪টা নাগাদ একটি কনটেন্ট আপলোড দেন। তারপর দিন আপনাকে সেই টাইমে কনটেন্ট আপলোড দিতে হবে।
যদিও এমন কোন নিয়ম ফেসবুকে নেই। তারপরেও এটি করলে ফেসবুক এলগরিদম আপনাকে খুব সহজে ডিটেক্ট করতে পারবে। এতে করে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল খুবই দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকবে।
Facebook Income Guide Bangla
মনে রাখবেন ফেসবুকে যখন কোন কনটেন্ট আপলোড দেবেন অবশ্যই কনটেন্ট গুলি ESO করতে হবে। যেমন আপনার আপলোড করা কনটেন্ট এর একটি সুন্দর টাইটেল। এবং কিছু ডিস্ক্রিপশন। এছাড়া কনটেন্ট অনুযায়ী কিছু হাইস ট্যাগ।
আরো ধ্যান রাখতে হবে আপনার আপলোড করা কনটেন্ট এ কোন রকমের কপিরাইট মিউজিক থাকা চলবেনা।
সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট হতে হবে। এবং কোন ধরনের আজেবাজে জিনিস যেমন সমাজে দাঙ্গা পাচার ইত্যাদি ইত্যাদি এগুলো দেখানো চলবে না।
ফেসবুক থেকে আয় করতে হলে মূলত যেটি লাগবে সেটি হল চেষ্টা ধৈর্য এবং পরিশ্রম। ধৈর্য রেখে চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে। দেখা যাবে একদিন আপনার কোন একাউন্টেন্ট ফেসবুক অ্যালগরিদম ভাইরাল করে দিয়েছে। তখন মূলত আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না আপনি তখন থেকে ইনকাম চালু করতে পারবেন।
ফেসবুক থেকে ইনকাম করার আরো বিস্তারিত পরবর্তী আর্টিকেলে পেয়ে যাবেন। অবশ্যই সাথে থাকবেন।
ধন্যবাদ।


0 মন্তব্যসমূহ