Calling Voice Changer Apps
তবে মনে রাখবেন এটি শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্য কিংবা প্রাঙ্ক করার জন্য। মোটকথা বিনোদনের উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারেন।
মনে রাখবেন এটি কোন রকম ভাবে প্রতারণা বা কোন খারাপ কাজে ব্যবহার করা যাবে না।
Best Voice Changer Apps During Call Male to Female
ছেলে হয়ে মেয়ের কন্ঠে কিংবা মেয়ে হয়ে ছেলের কন্ঠে ফোনে কথা বলার জন্য। বহু অনেক অ্যান্ড্রয়েড অ্যাপস কিংবা সফটওয়্যার রয়েছে যেগুলির মাধ্যমে আমরা মূলত কন্ঠ পরিবর্তন করে ফোনে কথা বলতে পারি। তবে এখানে যে অ্যাপসটির কথা বলা হবে সেই এপপ্সটির সাহায্যে নিখুঁতভাবে কন্ঠ পরিবর্তন করে কথা বলা যায়।
Voice Changer App New
মনে রাখবেন এই অ্যাপসটির নাম Magic Call এই অ্যাপসটি এন্ড্রয়েড কিংবা আইফোন দুটোতেই চলবে। এবং এই অ্যাপসটি সরাসরি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে এটি ফোনে ডাউনলোড বা ইন্সটল করতে পারবেন এটি সম্পূর্ণ ফ্রি।
Magic Call Apps টি যেভাবে ফোনে ইন্সটল করবেন। প্রথমত চলে যাবেন ফোনের গুগল প্লে স্টোরে। এবং সার্চবারে লিখবেন Magic Call লিখে সার্চ করলে অ্যাপসটি সামনেই শো করবে খুব সহজেই অ্যাপসটি মোবাইল ফোনে ইন্সটল করে নিতে পারেন।
অ্যাপস টি ইন্সটল করার পর যখন মোবাইল ফোনে ওপেন করবে। আপনার একটি Gmail একাউন্ট কিংবা মোবাইল Number দিয়ে sign up করতে হবে। তারপর অ্যাপসটির মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করা যাবে।
Calling Voice Changer App
Magic Call অ্যাপসটি ফোনে ইন্সটল করার পর কিছু সময় ফ্রিতে কথা বলার সুযোগ দেবে। তারপর এখানে রিচার্জ করা লাগবে যেমনটি আমরা মোবাইল ফোনে রিচার্জ করে থাকি ঠিক সেরকম এই অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে এপ্সটি তরফ থেকে কিছু প্রোপ্লান সাজেস্ট করবে যেগুলি আপনি প্রয়োজন মোতাবিক ক্রয় করতে পারেন।
Latest Voice Changer Apps During Call
অ্যাপসটি যেভাবে ব্যবহার করবেন।
অ্যাপস টি মোবাইল ফোনে ওপেন করার পর খুবই সাদামাটা একটি এন্টারপ্রাইজ দেখা যাবে। যেখানে বেশ কয়েকটি voice বা কন্ঠ পরিবর্তন করার আইকন দেখা যাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দমত যে কোন একটি আইকনে ট্যাপ করে আগিয়ে যেতে পারেন।
Voice changing tips in Bangla
এবং যে ব্যক্তি কে কল দেবেন তার নাম্বারটি সরাসরি ডায়াল করতে পারেন অথবা কন্টাক্ট লিস্ট দেখা যাবে সরাসরি সেখান থেকে যে কোন কন্টাক্ট নাম্বারে কল দিয়ে বন্ধু এবং বান্ধবীর সাথে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে পারেন।
শেষ কথা
তবে মনে রাখবেন এটি শুধুমাত্র মজা করার জন্য ব্যবহার করতে হবে। কাউকে ক্ষতি করা বা ব্ল্যাকমেল করা উচিত নয়।
Phone Voice Change App
ধন্যবাদ সাথে থাকার জন্য।


0 মন্তব্যসমূহ